বিনোদন

বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | June 12, 2025

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন এবং তার দুই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে চলমান আলোচনা যেন থামছেই না। সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, শাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয় ও অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে ঢাকার একটি শপিংমল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও জয় বসেন, পেছনে ওঠেন অপু। দ্রুত গাড়ি নিয়ে চলে গেলেও ভক্তদের তোলা এই ভিডিও ভাইরাল হতেই শাকিব ভক্তদের মাঝে আবারও প্রশ্ন উঠেছে – তবে কি ফের এক হচ্ছেন শাকিব-অপু?

এই গুঞ্জন যখন চলছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে সরব হন শাকিবের দ্বিতীয় সন্তানের মা শবনম বুবলী। মঙ্গলবার (১০ জুন) তিনি নিজের ফেসবুকে শাকিব ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে তোলা কিছু ছবি প্রকাশ করেন। ছবিগুলো প্রায় ৩ মাস আগের তোলা জন্মদিনের মুহূর্তের বলে জানা গেছে।

বুবলীর কর্মকাণ্ড ‘নোংরামি’, শাকিব আমাকে শান্তনা দেন: অপু বিশ্বাস

ওই পোস্টে বুবলী লেখেন, কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারও চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।

তিনি আরো বলেন, সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।

বুবলী তার পোস্টের শেষে যোগ করেন, কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদেও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

যদিও বুবলী কারো নাম উল্লেখ করেননি, অনেকেই মনে করছেন শাকিব-অপুর একসঙ্গে ঘোরাঘুরির প্রতিক্রিয়ায় তিনি এই পোস্ট দিয়েছেন এবং আকার-ইঙ্গিতে বিষয়টিকে অপুর কারসাজি হিসেবে উল্লেখ করতে চেয়েছেন।

শাকিবকে বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বুবলীর এসব কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বুবলীর এসব দেখে শাকিব নাকি তাকে শান্তনা দেন এবং এসব নিয়ে বেশি না ভাবার পরামর্শ দেন।

অপু বিশ্বাসের ভাষ্য, শাকিব তাকে বলেন, তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। শাকিবের এই কথাগুলোই তাকে চুপ থাকতে উৎসাহিত করে বলে জানান অপু।

এসময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।

বুবলী বিভিন্ন মাধ্যমে ‘নোংরামি বন্ধ করা দরকার’ বলার পরও নিজেই সেই ‘নোংরামো’র মধ্যে নিজেদের ফেলে দিচ্ছেন বলে মন্তব্য করেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাসের এই মন্তব্যের ব্যাপারে শবনম বুবলীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই ‘কাদা ছোড়াছুড়ি’ এখনই থামছে না।

স্বাআলো/এস

Shadhin Alo