ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্থা নেই এবং যেকোনো নতুন আগ্রাসনের জন্য একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের শক্তিশালী ও কঠোর জবাব দেয়া হবে।
সোমবার (১৪ জুলাই) ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা পৃথক পৃথক বিবৃতিতে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
প্রতিরক্ষামন্ত্রীর বার্তা
তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনালাপে জেনারেল নাসিরজাদে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র অঞ্চলজুড়ে যুদ্ধ বা অস্থিরতা ছড়াতে চায় না। তবে কেউ যদি আগ্রাসনের পথে হাঁটে, তাহলে ইরান কড়া ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। আমরা যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারি না, তাই সম্ভাব্য আগ্রাসনের প্রতিটি রূপের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।”
জবাবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করে পরমাণু আলোচনার যৌক্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নোরদিন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের শক্ত অবস্থানের প্রশংসা করে বলেন, “ইরান আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য দেশ। আমরা শুরু থেকেই এই যুদ্ধের জন্য ইসরায়েলকেই দায়ী করেছি।”
যেকোনো ভুল পদক্ষেপে কড়া জবাবের হুঁশিয়ারি
একই দিনে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সদর দপ্তর পরিদর্শনকালে বলেন, “যদি শত্রু আবারও কোনো ভুল করে, তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে, যা তাদের অনুতপ্ত করবে।”
এ সময় আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-র একটি প্রতিবেদন উপস্থাপন করে জানান, ইরানের সেনারা সর্বদা প্রস্তুত এবং শত্রুর যেকোনো উসকানি বা আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করছে।
ইসলামী ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে এক সাক্ষাতে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েল মুসলিম বিশ্বকে দুর্বল ও বিভক্ত করতে চায়। এই ষড়যন্ত্র প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি অপরিহার্য।”
সাক্ষাতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শুভেচ্ছা জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধকে ‘ইসলামী উম্মাহর গর্ব’ বলে আখ্যায়িত করেন। তিনি ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাআলো/এস