ইসরায়েল সম্পূর্ণ গাজা উপত্যকা দখলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সোমবার (৪ আগস্ট) এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করলে ইসরায়েলের চিফ অব স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে পদত্যাগ করতে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গাজার যেসব অঞ্চলে বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং যেখানে ইসরায়েলি জিম্মিদের অবস্থান থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেসব এলাকাও সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা গাজাকে এই সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক গাজাবাসী আমাদের কাছে এসে বলছে—আমাদের মুক্ত হতে সাহায্য করুন, হামাস থেকে মুক্ত হতে সাহায্য করুন। এবং আমরা সেটাই করব।”
অন্যদিকে, ইসরায়েলের ‘আর্মি রেডিও’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পরিচালনা এবং দখলের কৌশল নিয়ে নেতানিয়াহু ও লেফটেন্যান্ট জেনারেল জামিরের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। এই মতবিরোধের কারণেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে পরোক্ষভাবে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্বাআলো/এস