আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলের আরেরতি শহরের মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম চার্চে ভার্জিন মেরি উৎসব চলাকালে একটি অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারিয়াম চার্চে ভার্জিন মেরি উৎসব পালনের জন্য প্রচুর ভক্ত সমবেত হয়েছিলেন। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চটি হঠাৎ করে ভেঙে পড়লে বহু মানুষ এর নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতের সংখ্যা ২০০ পর্যন্ত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত রাজধানী আদ্দিস আবাবার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়া দীর্ঘকাল ধরে আর্থিক সংকটে জর্জরিত। দেশটির জনস্বাস্থ্য ও জীবন ধারণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনা প্রায়শই দেশটিতে ঘটে থাকে, যা অবকাঠামোগত দুর্বলতা এবং safety standards এর অভাবকে নির্দেশ করে।
এই মর্মান্তিক ঘটনাটি ইথিওপিয়ার ভঙ্গুর অবকাঠামো এবং জননিরাপত্তার প্রতি আরও একবার মনোযোগ আকর্ষণ করেছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
স্বাআলো/এস