আন্তর্জাতিক

সিরাপ সেবনে শিশুর মৃত্যু, প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | October 14, 2025

ভারতীয় তিনটি ওষুধ কোম্পানির তৈরি কফ সিরাপে বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকলের মাত্রারিক্ত উপস্থিতির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঠোর সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি এই সিরাপগুলোর ব্যবহার বন্ধ রাখতে বলেছে এবং বিশ্বের অন্যান্য দেশে এসব ওষুধ ব্যবহৃত হলে তা দ্রুত জানাতে বলেছে। এরই মধ্যে, কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালসের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার।

সম্প্রতি কোল্ডরিফ নামে একটি কফ সিরাপ পানে ভারতের মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও রাজস্থানে অন্তত ২২টি শিশু মারা যাওয়ার ঘটনায় দেশটির কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ অধিদপ্তর (সিডিএসসিও) তদন্ত শুরু করে।

সিডিএসসিওর গবেষণায় জানা জানায়, ওষুধটিতে সহনীয় মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি ডাইথাইলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে। ভারতের স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, এই মাত্রারিক্ত বিষাক্ত উপাদানের কারণেই পাঁচ বছরের নিচের শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটেছে।

এই ঘটনার জেরে ডব্লিউএইচও ভারতের তিনটি কাশির সিরাপ ব্যবহার ও বিতরণের ওপর সতর্কবার্তা জারি করেছে। কোল্ডরিফ ছাড়াও রেস্প্রিফেশ টিআর ও রিলাইফ নামের ভিন্ন দুটি কোম্পানির কোল্ড সিরাপও ডব্লিউএইচওর সতর্কতার তালিকায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই তরল ওষুধগুলোতে উচ্চ মাত্রার ডাইথাইলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে। অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার হলে এই উপাদানটি বিষে পরিণত হয়, যা সেবনে স্বাস্থ্য ঝুঁকি, বমি বমি ভাব, মাথা ঘোরা, কিডনি বিকলসহ মৃত্যু পর্যন্ত হতে পারে।যা

এদিকে বিষাক্ত কফ সিরাপ তৈরি ও বাজারজাতের অভিযোগে তামিলনাড়ুর রাজ্য সরকার শ্রেসান ফার্মাসিউটিক্যালসের লাইসেন্স বাতিল করেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লাইসেন্স বাতিলের কারণে কোম্পানির যাবতীয় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, গত সপ্তাহে বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্ণধারকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ভারতীয় কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতি এবারই নতুন নয়। এর আগে ২০২৩ সালে ভারতীয় এক কোম্পানির কফ সিরাপ পানে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় মোট ১৪১টি শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছিল।

স্বাআলো/এস

Shadhin Alo