পাকিস্তানে সামরিক বাহিনীর বহরে হামলা-গোলাবর্ষণ, নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৬ মার্চ) নোশকি এলাকার কাছে কোয়েটা-তাফতান মহাসড়কে এই হামলা হয়েছে। হামলায় আরো ৪০ জন সেনা আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে। সেইসঙ্গে হামলায় নিহতদের মধ্যে দুইজন বেসামরিক বলে জানিয়েছে তারা।

কর্মকর্তারা ডনকে জানিয়েছেন, ফ্রন্টিয়ার কোরের ওই বহরটিতে ছয়টি বাস ও দু’টি গাড়িসহ আটটি যান ছিল। বহরটি কোয়েটা শহর থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় নোকুন্দি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নোশকি শহরের কাছে বহরের একটি বাসের পাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে বলেন, বিস্ফোরক ভরা গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে যায়। তবে বহরের অপর সাতটি যানে অক্ষত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, হামলার পরে নিকটবর্তী পর্বতে লুকিয়ে থাকা হামলাকারীরা বহর লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ চালায়। এর জেরে গাড়িবহরে থাকা নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। সেইসময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

ডন বলছে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালে ওই এলাকার উপরে কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো ও আহতদের নোশকি টিচিং হাসপাতালে পাঠানো হয়। দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে বলেন, পাঁচটি মরদেহ ও তিন ডজনেরও বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, অভিযান চলাকালে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...