স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে ঝুলে ছিলো দুই দলের ভাগ্য। বাংলাদেশ সময় আজ রবিবার (১৬ জুন) স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে হারালে উঠে যেত সুপার এইটে। বাদ পড়তো ইংল্যান্ড। স্কটিশরা ম্যাচটি হারায় ইংল্যান্ডের কপাল খুলেছে।
সুপার এইটে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে সুপার এইটের ৭ দল চূড়ান্ত হলো। বাকি আছি একটি জায়গা। সেটি সুপার এইটের ১ নম্বর গ্রুপে।
সুপার এইটে যে সুবিধা পাবে বাংলাদেশ
সুপার এইটের ২ নম্বর গ্রুপে আছে ওয়েস্ট উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
সুপার এইটে ১ নম্বর গ্রুপে নিশ্চিত হওয়া তিনটি দল হলো ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। আরেক দল হিসেবে যাবে বাংলাদেশ বা নেদারল্যান্ডস।
কাগজে কলমে নেদারল্যান্ডসের সুযোগ থাকলেও শেষ দল হিসেবে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে বাংলাদেশ।
আগামীকাল সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে সাবিক-শান্তরা জিতলে বাংলাদেশই উঠবে সুপার এইটে। তবে হেরে গেলেও সুপার এইটে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।
সুপার এইটে গেলে প্রতিপক্ষ হিসেবে যাদের পাবে বাংলাদেশ
যদি শ্রীলঙ্কার কাছে ডাচরা হারে। তবে নেপালের কাছে হারলেও বাংলাদেশ যাবে সুপার এইটে। বাংলাদেশের তিন ম্যাচ থেকে পয়েন্ট ৪, নেদারল্যান্ডসের তিন ম্যাচ থেকে পয়েন্ট ২।
কিন্তু যদি বাংলাদেশ হারে এবং নেদারল্যান্ডস নিজেদের ম্যাচে জয় পায় তখন, দুই দলের পয়েন্ট সমান হবে। আসবে নেট রান রেটের হিসেব। এখন পর্যন্ত বাংলাদেশের নেট রান রেট ০.৪৭৮ ভালো। নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৪০৮।
সুপার এইটের গ্রুপিং
গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ/নেদারল্যান্ডস।
গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
স্বাআলো/এস