প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার (৯ জুন) বিকেলে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সেখান থেকে এমদাদ হোসেন নামে মিরসরাইয়ের একজন জানান, রবিবার কোম্পানির মালামাল আনলোড করে ফেরার পথে নজরুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরো জানান, নজরুল প্রায় ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। আগামী তিন-চার দিন পর মরদেহ দেশে পাঠানো হবে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা গেছে। খবরটা শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে। মরদেহ দেশে আনতে এখান থেকে কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।
স্বাআলো/এস/বি