নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি, তবে শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। রাজধানীর মতিঝিল থেকে শুরু করে দেশের গ্রামাঞ্চলের স্কুলগুলোতেও একই অবস্থা। পাঠ্যপুস্তক ঘাটতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এক শিক্ষার্থী জানায়, ১৩টি বইয়ের মধ্যে মাত্র তিনটি বই হাতে পেয়েছে। বাকি পাঠ্যবই পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে পড়তে হচ্ছে। একই বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের নবম শ্রেণির এক শিক্ষার্থী জানিয়েছে, সে এখনো কোনো বইই হাতে পায়নি। ক্লাস চলছে শিট ও ওয়েবসাইট থেকে নেয়া তথ্য দিয়ে।
ইংরেজি ভার্সনের বিখ্যাত বিদ্যালয় বিয়াম ল্যাবরেটরি স্কুলেও দেখা গেছে একই সংকট। তৃতীয় শ্রেণি পর্যন্ত বই এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো পৌঁছায়নি।
সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একই চিত্র। চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণির কোনো শিক্ষার্থী বই পায়নি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে মাত্র তিনটি বই।
শিক্ষকদের অনেকে নিজেদের অভিজ্ঞতা ও ডাউনলোড করা পিডিএফ থেকে ক্লাস নিচ্ছেন। রাজশাহীর বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তারা বোর্ডে লিখে ক্লাস করাচ্ছেন। শিক্ষার্থীরা সেই লেখা খাতা বা পুরোনো বই থেকে তুলছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৪০ কোটি ১৫ লাখ বই মুদ্রণের পরিকল্পনা ছিলো। ১৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকের ৬৫ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। মাধ্যমিক স্তরে ছাপা হয়েছে ৯ কোটি ৫৬ লাখ বই, কিন্তু সরবরাহ হয়েছে মাত্র ছয় কোটি ২৫ লাখ।
এ দেরির কারণ হিসেবে বলা হচ্ছে রাজনৈতিক পটপরিবর্তন, শিক্ষাক্রমের পরিমার্জন, দরপত্র প্রক্রিয়া ও মুদ্রণকারীদের কাগজ সংকট। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, প্রাথমিকের বই এ মাসেই সরবরাহ সম্ভব হবে। তবে মাধ্যমিকের সব বই পেতে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ লেগে যেতে পারে।
বই সংকটের এই পরিস্থিতি শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনায় প্রভাব ফেলছে। ঢাকার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে দেখা গেছে, নতুন বই হাতে না থাকায় শিক্ষার্থীদের আগ্রহ কমে গেছে। নতুন বই পেলে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ দেখা যায়, তা বর্তমানে অনুপস্থিত।
শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে, সংকট সমাধানে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তবে এই দেরি শিক্ষার্থীদের শিক্ষার ওপর যে প্রভাব ফেলছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে।
স্বাআলো/এস