সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের গুলি ,আতঙ্কিত স্থানীয়রা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙার শিবতলা এলাকায় চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (১৩ জানুয়ারি) এ গুলি ছোঁড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের বিষয়। গুলির ঘটনার সাথে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, ভারতীয় সময় সোমবার ঘোজাডাঙার শিবতলা এলাকার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। গুলি ছোঁড়ার তীব্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।

এঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ভোমরার লক্ষীদাঁড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাঁধা দেয় বিএসএফ সদস্যরা। এ নিয়ে রবিবার দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। আগামী ২০ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গ্রেফতারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক...

ভারত থেকে ১১০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৩০...

যশোরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় সড়কে প্রেমিকার মৃত্যু

যশোরের মণিরামপুরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রলির সঙ্গে...

ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা 

চলতি মাসের মধ্যে রোডম্যাপ, এরপর ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...