জেলা প্রতিনিধি, বগুড়া: জেলার বনানীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বগুড়ার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া এই ঘটনায় আহত আরো আট জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান।
যশোরে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিন জনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত নয় জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও আট জন বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাআলো/এস/বি