আগামী তিন বছরে ১৫ লাখ অভিবাসী নেবে উত্তর আমেরিকার দেশ কানাডা।
শ্রমিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার। ]
মঙ্গলবার (৭ নভেম্বর) তিনি আগামী তিন বছরে কতো সংখ্যক অভিবাসী নেয়া হবে তা নিশ্চিত করেন।
চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণে কানাডা তার বর্তমান অভিবাসন নীতি অপরিবর্তিত রাখবে। তবে ২০২৪ সালে ওই নীতিতে পরিবর্তন আনা হবে ও ২০২৬ সাল পর্যন্ত তা বহাল থাকবে।
বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুয়াযী, চলতি বছর চার লাখ ৬৫ হাজার অভিবাসী নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে কানাডার। তবে আগামী বছর নতুন করে চার লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে তারা। আর পরবর্তী দুই বছরে পাঁচ লাখ করে মোট ১০ লাখ অভিবাসী নেবে কানাডা।
সূত্র: ইমিগ্রেশন ডট সিএ
স্বাআলো/এস