নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় ‘মফি বাহিনী’ প্রধান হিসেবে পরিচিত উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানকে (৫৩) আটক করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত
আটক মফিজুর রহমান উপজেলার আজমপুর মেঝেরপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুর রহমানকে ঝিকরগাছা থানার একটি মামলায় (মামলা নম্বর-১০(২)২৫) গ্রেফতার দেখানো হয়েছে। তাকে নাশকতা মামলায় কোর্টে সোপর্দ করা হয়েছে।
ঝিকরগাছায় আ.লীগের দুই নেতা আটক
সোমবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস