আজাদুল হক, বাগেরহাট: জেলার শরনখোলা উপজেলার খোন্তাকাটা এলাকায় পুকুরে পড়ে মাছ ধরা জালে বেধে লুছাইফা আক্তার (৩) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে।
লুছাইফা আক্তার খোন্তাকাটা গ্রামের হেলাল চাপরাশির মেয়ে।
বৃহস্পতিবার (১১ জুলাই) আগে বাড়ীর পুকুরে জাল দিয়ে মাছ ধরাকালে সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে মাছ ধরা জালে বেধে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাটে গৃহবধুর আত্মহত্যা, স্বামী পুলিশ হেফাজতে
শরনখোলা থানার ওসি এইচএম কামরুজ্জামান খান বৃহস্পতিবা বিকেলে জানান, উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের হেলাল চাপরাশির তিন বছরের মেয়ে লুছাইফা আক্তার এদিন সকালে বাড়ীর পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যায় এবং ওই সময়ে পুকুরে মাছ ধরাকালে জালে বেধে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্বাআলো/এস/বি