জেলা প্রতিনিধি, দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
আটককৃত যুবকের নাম রাজু মিয়া (২৫)। রাজু মিয়ার ওই এলাকায় বাড়ি সংলগ্ন একটি দোকান আছে।
মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, আটক ১
শিশুটির বাবা জানান, মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে সমবয়সী অন্যদের সঙ্গে খেলতে যায় শিশুটি। তবে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। পথে ওই যুবকের দোকানের সামনে দিয়ে আসার সময় তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে কোনো লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন।
তিনি বলেন, কিছুক্ষণ পর বাড়ির উঠানে এসে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দেখা যায় তার শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তার চিকিৎসা চলছে। আমি এ ঘটনার বিচার চাই।
বাগেরহাটে স্বুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে।
স্বাআলো/এস