আন্তর্জাতিক

ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | October 1, 2025

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চিকিৎসকদের হাতের লেখা নিয়ে এক যুগান্তকারী রায় দিয়েছেন। আদালত ঘোষণা করেছে যে, পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার। অস্পষ্ট হাতের লেখার কারণে রোগীরা প্রায়শই ভুল ওষুধ সেবন করে বিপদে পড়তে পারেন, যা রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে।

সম্প্রতি একটি মামলার শুনানিতে বিচারকরা এক নারীর চিকিৎসা প্রতিবেদন পরীক্ষা করে দেখেন। সেই প্রতিবেদনে চিকিৎসকের হাতের লেখা এতটাই দুর্বোধ্য ছিল যে একটিও শব্দ বা অক্ষর স্পষ্টভাবে পড়া সম্ভব ছিল না। এই ঘটনার প্রেক্ষিতে আদালত কড়া নির্দেশ জারি করেছে। আদালত নির্দেশ দেয় যে, দেশের সব মেডিকেল কলেজে হাতের লেখা উন্নত করার জন্য বিশেষ পাঠ অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়াও, আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করার সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে, অর্থাৎ ডিজিটাল প্রেসক্রিপশন সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত, সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে (Capital Letters) এবং স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগীর বা ফার্মাসিস্টের বুঝতে কোনো অসুবিধা না হয়।

ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী এই প্রসঙ্গে বলেন, বড় শহর ও নগরের অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশনে অভ্যস্ত হলেও, ভারতের গ্রামাঞ্চলে এখনও এই সমস্যা বিদ্যমান। তিনি স্বীকার করেন যে, রোগীর সংখ্যা বেশি হলে প্রতিটি প্রেসক্রিপশন অত্যন্ত স্পষ্ট করে লেখা কঠিন হতে পারে। তবে, তিনি জোর দিয়ে বলেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসকদের বড় অক্ষরে স্পষ্টভাবে লিখতে হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই উদ্যোগ রোগীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভারতের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে।

স্বাআলো/এস

Shadhin Alo