আন্তর্জাতিক

অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি গুজব, জানালেন তার মেয়ে

| October 10, 2023

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বেঁচে আছেন। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নন্দনা সেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার (১০ অক্টোবার) সন্ধ্যার আগে হঠাৎ ছড়িয়ে পড়ে, অমর্ত্য সেন প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিলো সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন।

তবে তার মৃত্যুর সংবাদ উড়িয়ে দিয়ে মেয়ে নন্দনা সঙ্গে সঙ্গেই জানান, অমর্ত্য সেন ভালো আছেন। তিনি বোস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউইয়র্কে।

নন্দনা বলেন, এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সুস্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply