আন্তর্জাতিক

গ্রিসে তাপপ্রবাহে ৪ পর্যটকের মৃত্যু

| June 15, 2024

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে গ্রিস। দেশটিতে রেকর্ড তাপমাত্রায় অন্তত চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অনেকেই নিখোঁজ থাকায় ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহে আরো ৮ জনের মৃত্যু

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বেশিরভাগ অংশের জন্য প্রিয় ছুটির গন্তব্য গ্রিসের বিভিন্ন অংশে ৩৯ থেকে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিম উপকূলের শহর চানিয়ায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে রাজধানী এথেন্স ও এর বাইরের বেশ কিছু পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে দেশটি। সম্প্রতি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় লোকেরা অজ্ঞান হয়ে যায়। এ খবরের পরে দেশটির প্রাচীন দর্শনীয় স্থান অ্যাক্রোপলিস বন্ধ করে দেয়া হয়।

ভারতে তাপপ্রবাহে একদিনে ৮৫ জনের মৃত্যু

এ অবস্থায় গ্রিক সরকার লেভেল থ্রি হিট অ্যালার্ট জারি করে নাগরিকদের ফোনে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠিয়ে লোকজনকে বাড়ি থেকে কাজ করার আহবান জানাচ্ছে। সেই সঙ্গে বাইরে কঠোর কাজকর্ম এড়িয়ে চলার আহবান জানানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick