নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে পাশের বাড়িতে কাঠাল পাড়ার সময় গাছ থেকে পড়ে আনোয়ার হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) উপজেলার বুইকরা পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার উপজেলার বুইকরা পালপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে করতে স্বামীকে ডিভোর্স, ঘরে ফিরে গৃহবধূর আত্মহত্যা!
স্থানীয় প্রতিবেশীরা জানায়, আনোয়ার হোসেনকে পাশের বাড়ির রানা আহম্মেদের স্ত্রী সামিনা বেগম বৃহস্পতিবার (৩০ মে) কাঠাল পেড়ে দেয়ার কথা বলেন। তিনি ওই দিন কাঠাল গাছে উঠতে অস্বীকার করে পরে দিবো বলে চলে যাই। পরের দিন শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার সময় ওই কাঠাল গাছে উঠে কাঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়। এসময় বাড়ির মালিক সামিনা বেগম ও স্থানীয়রা উদ্ধার করে ওই আহত ব্যক্তিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, এবিষয়ে কোনো তথ্য নেই। এইমাত্র শুনলাম, পুলিশ পাঠিয়ে তদন্ত করে দেখা হবে।
স্বাআলো/এস