চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মে) উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে ওই বাড়ির কামাল হোসেনের ছেলে ওমর ফারুক (৭) ও মেয়ে ফাইজা (৯)। ফাইজা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
দেশে প্রতিদিন ৫০ শিশু ডুবে মারা যাচ্ছে
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের না জানিয়ে তারা গোসল করতে যায়। এ সময় পারিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। পরে একপর্যায়ে পুকুরের পানির মধ্যে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস