জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় অস্ত্রসহ সজিব হোসেন ওরফে ফজা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) আলমডাঙ্গার লাল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় ট্রাক্টরসহ মাটি চোর তুহিন আটক
ফজা উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা আছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি
মিয়া।
তিনি খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, সজিব আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশে ওয়ান শুটারগান ও গুলি তার হেফাজতে রাখে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্বাআলো/এস