লাহোরে জরুরি অবস্থা জারি, সপ্তাহে ৪ দিন ছুটি

বায়ুদূষণে বিপর্যস্ত পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব। প্রদেশটির রাজধানী লাহোরসহ বেশ কয়েকটি শহরের বায়ু পরিস্থিতি নাজুক হওয়ায় কিছু কিছু শহরে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি একদিনের জায়গায় বাড়িয়ে করা হয়েছে ৪ দিন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। সেই সঙ্গে বায়ুদূষণের কারণে সৃষ্ট ভারী কুয়াশার কারণে সপ্তাহে ৪ দিন ছুটিও ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি এসব তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক ও অন্যান্য জনসমাগম স্থান (পাবলিক প্লেস) রবিবার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। তবে বাজার ও দোকানপাট বন্ধ থাকবে শনিবার ও রবিবার।

মহসিন নকভি বলেন, ক্রমবর্ধমান ধোঁয়াশার কারণে চলমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লাহোর, গুজরানওয়ালা, হাফিজাবাদ ও নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে সরকার।

তিনি আরো বলেন, প্রশাসন এর মধ্যেই উচ্চসতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানো ও বাতাসে ধোঁয়াশা সৃষ্টিকারী অন্যান্য কারণগুলোর বিরুদ্ধে পদক্ষেপ ত্বরান্বিত করতে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, লাহোরে প্রায় ১ কোটি ৪০ লাখ লোক বসবাস করেন। বিষাক্ত ধোঁয়ার স্তরে আচ্ছন্ন শহরটি বর্তমানে নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...