যাত্রীবাহী নৌকাতে আগুন, নিহত ১৪৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের যাত্রীবাহী নৌকায় আগুন লেগে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

ডিআর কঙ্গোর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এইচ বি কঙ্গোলো’ নামের নৌকাটিতে আগুন লাগার সময় নারী ও শিশুসহ পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে এমবানদাকা এলাকার কাছে পৌঁছানোর পর হঠাৎ করেই নৌকাটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই এটি পানিতে ডুবে যায়।

কঙ্গোর নদী পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা কম্পেটেন্ট লোয়োকো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, নৌকার ডেকে এক নারী যাত্রী রান্না করছিলেন এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয়। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটি থেকে প্রায় ১০০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে, তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ডিআর কঙ্গোতে নৌ দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এর প্রধান কারণ হিসেবে পুরনো ও ত্রুটিপূর্ণ নৌকার ব্যবহার এবং ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ও মালামাল পরিবহনকে দায়ী করা হয়।
এর আগেও দেশটিতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ২০২৪ সালেই কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকা ডুবে ৭৮ জন এবং একই বছরের ডিসেম্বরে পশ্চিমাঞ্চলের একটি নদীতে নৌকাডুবিতে অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছিলো।

সূত্র: রয়টার্স

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০...

ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়...

পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬...

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট: ব্যবসায়িক কাজে এসে বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত...