দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এক কোটি ১০ লাখ র্যান্ড যা প্রায় সাড়ে ছয় কোটি টাকা জালিয়াতির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।
এদের মধ্যে তিনজন কারাগারে আর বাকি দুইজন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করছেন নর্দার্ন কেপ হকসের মুখপাত্র কর্নেল তেবোগো থিবে।
শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম সানডে ওয়ার্ল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এক কোটি ১০ লাখ র্যান্ড বা প্রায় সাড়ে ছয় কোটি টাকা জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার একটি আদালতে দুই বাংলাদেশিকে হাজির করা হয়। পরে আদালত ২০ হাজার র্যান্ড বা এক লাখ ১৮ হাজার টাকার বিনিময়ে জামিন দিয়েছেন দুই আসামিকে।
একই ঘটনায় মার্চে, তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছিলো দক্ষিণ আফ্রিকান পুলিশ। যারা এখনো দক্ষিণ আফ্রিকার কারাগারে আছেন।
বৃহস্পতিবার দেশটির কিম্বারলিতে অবস্থিত বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজিরা দেন সর্বশেষ গ্রেফতার হওয়া ৩৩ বছর বয়সী বাংলাদেশি রিপন ইউনুস ও ৩৪ বছরের আশরাফ গুলামমাহাদ প্যাটেল। অর্থ পাচারের অভিযোগে বুধবার দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষায়িত ‘হকস’ বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে।
স্বাআলো/এস