হিমালয়ের চূড়া থেকে চার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর এভারেস্ট ও আরো দুইটি হিমালয় পর্বত থেকে চারটি মরদেহ ও একটি কঙ্কালসহ ১১ টন আবর্জনা অপসারণ করেছে নেপালের সেনাবাহিনী।

হিমালয়ের এভারেস্ট, নুপ্তসে এবং লোৎসে পর্বত থেকে আবর্জনা ও মরদেহ উদ্ধার করতে সৈন্যদের ৫৫ দিন সময় লাগে বলে জানায় বিবিসি।

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এভারেস্টে ৫০ টনেরও বেশি বর্জ্য এবং ২০০টিরও বেশি মৃতদেহ আছে বলে অনুমান করা হয়।

২০১৯ সালে হিমালয় পর্বতে বার্ষিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিচালনা শুরু করে দেশটির সেনাবাহিনী। তারা বলছেন, বিশ্বের সর্বোচ্চ আবর্জনা ফেলা হয় এখানে। ওই বছর অতিরিক্ত আবর্জনার কারণে পর্বত চূড়ায় পৌঁছাতে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয় পর্বতারোহীদের।

নোয়াখালীতে জেলের মরদেহ উদ্ধার

সেনাবাহিনী বলছে, এ পর্যন্ত পাঁচটি পরিষ্কার-পরিচ্ছন্নতা হিমালয় পর্বত অভিযানে ১১৯ টন আবর্জনা, ১৪টি মৃতদেহ এবং কিছু কঙ্কাল সংগ্রহ করেছেন তারা। আবর্জনা কমানো ও উদ্ধারকাজ সহজ করার জন্য এ বছর কর্তৃপক্ষের লক্ষ্য ছিলো, পর্বতারোহীদের ট্র্যাকিং ডিভাইস পরানো ও তাদের নিজেদের মল ফিরিয়ে আনা।

নেপালের পর্বতারোহণের পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বিবিসিকে বলেন, ভবিষ্যতে সরকার আবর্জনা নিরীক্ষণের জন্য একটি মাউন্টেন রেঞ্জার দল তৈরি করার জন্য আরো অর্থ দেয়ার পরিকল্পনা করছে।

এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

আনুমানিক ৬০০ মানুষ এ বছর পর্বত আরোহণ করেছেন। তাদের মধ্যে আটজন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা গত বছর ছিলো ১৯।

একজন ব্রিটিশ নাগরিক এবং তার নেপালি গাইড ও পাস্তেনজি শেরপা ২১ মে বরফ ধসের পরে নিখোঁজদের মধ্যে রয়েছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...