ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, সেখানকার হাসপাতালগুলোর জেনারেট আর মাত্র ৪৮ ঘণ্টা চালু থাকতে পারবে। জ্বালানির ব্যবস্থা করা না গেলে এই সময়ের মধ্যে জেনারেটরও বন্ধ হয়ে যাবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরো মঙ্গলবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, গাজায় খুবই ধীর গতিতে মানবিক সহায়তা আসছে এবং এটা প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবে না।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা।
ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে: সৌদি যুবরাজ
গাজায় ইতোমধ্যেই কয়েক দফায় ত্রাণ সরবরাহ করা হলেও কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। কিন্তু হাসপাতালগুলোর কার্যক্রম চালু রাখার জন্য অবশ্যই জ্বালানি সরবরাহ করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সরবরাহের ক্ষেত্রে হাসপাতালের প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে জোর দেয়া উচিত এবং এগুলো যতো দ্রুত সম্ভব সরবরাহের অনুমতি দিতে হবে।
বৃহস্পতিবার গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক রাতেই আরো কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
স্বাআলো/এস