ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, নিজেদের ভূমি রক্ষায় লড়ছে।
সংসদে দেয়া এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েল সফরের পরিকল্পনাও বাতিল করার কথা জানিয়েছেন।
ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে: সৌদি যুবরাজ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য সাময়িক যুদ্ধ বিরতির আহবান জানানোর বিষয়টি বিবেচনা করছে তখন মিলার এমন হুঁশিয়ারি দিলেন। বিভিন্ন দেশের পক্ষ থেকে গাজায় সাময়িক যুদ্ধ বিরতির জন্য বারবার আহবান জানানো হলেও যুক্তরাষ্ট্র ব্যতিক্রম কিছু চাচ্ছে।
ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতি হামাসকে বিশ্রামের সুযোগ দেবে, পুনরায় গুছিয়ে ওঠার সুযোগ দেবে ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার ক্ষমতা বাড়াবে।
স্বাআলো/এস