আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | May 16, 2025

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে এই সময়ের মধ্যে দুই দেশের সামরিক বাহিনী পরস্পরের ভূখণ্ডে হামলা চালানো থেকে বিরত থাকবে। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দেওয়ার সময় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স-ডিজিএমও) পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ঘটেছিল। গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ একাধিক এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে সেনা অভিযান পরিচালনা করে ভারত। এই হামলায় পাকিস্তানের ১৩ সেনাসদস্যসহ ৫১ জন নিহত এবং ৭৮ জন আহত হন বলে পাকিস্তান দাবি করে। এর দুদিন পর ১০ মে ‘বুনিয়ান উন মারসুস’ নামে পাল্টা সেনা অভিযান চালায় পাকিস্তান। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, এই অভিযানে ভারতে ৫ সেনাসেনাসদস্য ও ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।

ভারতের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

এমন উত্তেজনার মধ্যেই গত ১০ মে প্রথমবারের মতো টেলিফোনে বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। সেই বৈঠক শেষে প্রথমে ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর আরো দু’দফা দু’দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত ১৪ মে দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠকে এটি ১৮ মে পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

যুদ্ধবিরতির শুরু নিয়ে ইসহাক দার তার সিনেট ভাষণে বলেন, গত ১০ মে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোন করেন এবং জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য রাজি। তিনি বলেন, সে সময় পাকিস্তানের ‘বুনিয়ান উন মারসুস’ অপারেশনের প্রথম পর্ব শেষের পথে ছিল। এই পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে নয়াদিল্লি প্রস্তুত থাকলে পাকিস্তানও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

সূত্র: জিও নিউজ।

স্বাআলো/এস

Shadhin Alo