নাশকতার সাথে জড়িত কেউই রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর ব্যুরো: সারাদেশে যে তাণ্ডব চালানো হয়েছে তা থেকে রংপুরও বাদ যায়নি। কিন্তু রংপুরে আওয়ামী লীগের দূর্বলতা রয়েছে, নেতারা ফেল করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমিতে আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাণ্ডব ও অগ্নিযোগের পিছনে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার ঊষ্কানি রয়েছে বলে দাবি করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, আপনারা ফেল করেছেন। গুটি কয়েকজন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়েছে। আপনারে সেখানে অবস্থান নিয়ে সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিহত করতে পারতেন।

তিনি বলেন, দেশব্যাপী নাশকতার সঙ্গে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কারো জড়িত থাকার যথাযথ প্রমাণ থাকলে তাসহ পুলিশকে জানাতে হবে।

মন্ত্রী আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি গোষ্ঠি নাশকতা করছে। যার ফলে দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। তবে এই নাশকতার সাথে জড়িত কেউই রেহাই পাবে না।

এসময় পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সাংসদ সদস্য, সেনাবাহিনী, বিজিবি ও জেলা-মেট্রোপলিটনের পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রংপুরে ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবন, উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...