আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের হামলায় নিহত ২০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | June 16, 2025

ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এর মধ্যেই সোমবার ভোরে তেল আবিব ও হাইফায় নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যাতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক রেডিও।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান ইসরায়েলে তীব্র শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করে। সেই থেকে দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চলছে।

এই পাল্টা হামলায় হাইফা এবং তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন।

ইসরায়েলে ইরানের হামলায় নিহত বেড়ে ৮, নিখোঁজ ৩৫

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে ইরানের হামলায় এ পর্যন্ত ২০ জনের বেশি ইসরায়েলি নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

ইসরায়েলের সরকারি সামরিক রেডিও জানায়, সোমবার ভোরের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎকেন্দ্রেও ক্ষতি হয়েছে। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

টানা কয়েকদিনের হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল থেকে বারবার সংঘাত বন্ধের আহ্বান জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা।

স্বাআলো/এস

Shadhin Alo