আন্তর্জাতিক

মসজিদে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৫০

| November 16, 2023

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মসজিদে ইসরায়েলের বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই।

বুধবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। খবর আলজাজিরার।

গাজায় গণহত্যা, বাইডেনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারেও হামলা করে ইসরায়েল বাহিনী। এতে এক শিশুর প্রাণ গেছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির কিছুই বাদ যাচ্ছে না।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply