ঢাকা অফিস
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখে পরিবর্তন এসেছে। পূর্বঘোষিত ৫ মের পরিবর্তে তিনি আগামী মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে ঢাকায় ফিরবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে ফেরার দিন পরিবর্তন করা হয়েছে।
প্রতিহিংসা-প্রতিশোধ নয়: খালেদা জিয়া
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার ফেরা নিশ্চিত হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে বরাদ্দ পাওয়া রাজকীয় এই বিমানে তিনি দেশে ফিরবেন। সফরসঙ্গী হিসেবে তার দুই পুত্রবধূর ফেরার সম্ভাবনাও রয়েছে।
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান। সেখানে প্রথমে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জানুয়ারি তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে নেয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছিলো।
৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন।
স্বাআলো/এস