ভারতজুড়ে সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্তের গতি বেড়েছে। রাজ্যে রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি, আয়কর দফতর। এবার শঙ্কা, গ্রেফতার হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক দুর্নীতির মামলার সূত্রে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রিসভার দুই সদস্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক।
এর আগে মমতা ও অভিষেক একাধিকবার গ্রেফতার নিয়ে কথা বলেছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য আগেই শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে।
জ্যোতিপ্রিয়ের গ্রেফতারের পর মমতা বলেন, বিজেপির লক্ষ্য হলো সব বিরোধী নেতাদের জেলে পোরা। যাতে বিরোধীশূন্য দেশে বিনা বাধায় ভোটে জিততে পারে তারা।
স্বাআলো/এস