পশ্চিম সুদানে ব্যাপক গোলাগুলি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ব্যাপক কামানের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন হতাহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) উত্তর দারফুর রাজ্যের রাজধানী শহর এল ফাশারের একটি গবাদি পশুর বাজার লক্ষ্য করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

শহরটির প্রতিরোধ কমিটির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এল ফাশার শহরের গবাদি পশুর বাজারে কামানের গোলাগুলির ঘটনায় ১২ বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন

এর আগে মঙ্গলবার (২ জুলাই) প্রতিরোধ কমিটি জানিয়েছিলো, এল ফাশারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ভারী কামান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে।

তবে আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ১০ মে থেকে এল ফাশারে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো শহরটিকে দারফুর অঞ্চলের জন্য একটি মানবিক অপারেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

ছেলের জন্য ওষুধ কিনতে যাওয়া মায়ের মরদেহ মিললো অজগরের পেটে

দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে মতবিরোধের জেরে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত শুরু হয়। মূলত সুদানি সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার বিষয়ে তাদের মধ্যে ওই মতবিরোধ দেখা দেয়।

জাতিসংঘের মতে, দেশটিতে ১৫ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এতে প্রায় এক কোটি সুদানি বাস্তুচ্যুত হয়েছেন এবং আড়াই লাখেরও বেশি মানুষ রয়েছেন মানবিক সহায়তার আওতায়। যা সুদানকে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত এবং ক্ষুধা সংকটময় দেশে পরিণত করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...