বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
রাত ৯টার দিকে হত্যার ঘটনার খবর পেয়ে থানা পুলিশ রাত ১২টার দিকে পুলিশ ঘাতক বড় ভাই নিখিল মাতাকে (৬০) গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক দ্বন্ধ ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নীলকান্ত মাতা শনিবার রাত ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে সুনীল মাতাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব আল রশিদ বলেন, জমির সীমানা নিয়ে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নীলকান্তর। ওই ঘটনার জেরে রাত ৯টায় নিখিল ও নীলকান্ত মিলে সুনীলকে কুপিয়ে জখম করে। পরে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লিখিল মাতাকে গ্রেফতার করা হয়েছে।
হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানার ওসি জানান।
স্বাআলো/এস