আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর পাঁচজন।
মঙ্গলবার (০২ এপ্রিল) শহরের মেয়র একরেম ইমামোগ্লু এই সংবাদ নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
ইমামোগ্লু বলেন, দিনের বেলা সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন নিহত এবং পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
মেয়র একরেম ইমামোগ্লু আরে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শহরের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
স্বাআলো/এস