জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলা পরিষদের আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২৩ কোটি ১১ লাখ ৯২ হাজার তিনশত ৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে জেলা পরিষদের আয়োজনে এ বাজেট ঘোষণা করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বাজেট পড়ে শোনান নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব-উর- রহমান।
বাজেটে নিজস্ব ও সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৪২ হাজার ৩৪১ টাকা এবং উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা ও সমাপনী স্থিতি দেখানো ৭৮ লাখ ৪২ হাজার ৩৪১ টাকা ।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যশোরের সুমন নিহত
নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, জেলা পরিষদের জেলা প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের জেলা প্যানেল সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, জেলা পরিষদের জেলা প্যানেল শাহীন সাজ্জাদ পলাশ, জেলা পরিষদের জেলা প্যানেল নারী সদস্য জেসমিন আক্তার, জেলা পরিষদের কর্মকর্তাগন, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আমাদের অনেক জমি আছে ,যার বেশির ভাগই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বে আইনি দখলে রয়েছে। এ জন্য আমরা বিভিন্ন মামলা জটিলতাই রয়েছি। আমাদের জেলা পরিষদের আয়ের উৎস বাড়াতে নড়াইল-লোহাগড়া- কালিয়ায় জেলা পরিষদের মার্কেট নির্মাণ এবং পুরাতন মার্কেট ও কালিয়া ডাকবাংলা সংস্কার করা হবে। আমরা জেলার বিভিন্ন রাস্তা- ঘাট, মসজিদ, মন্দির, মাদরাসা, ঈদগাহ, কবরস্থান-শ্মশান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের নীতিমালার আলোকে অর্থ ব্যয় করে থাকি, অসহায় মহিলাদের মাঝে আর্ত-সামজিক উন্নয়নের জন্য সেলাই মেশিন বিতরণ , চিকিৎসাসহ বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করে থাকি।
স্বাআলো/এস