লিটন ঘোষ জয়, মাগুরা: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এর স্বাক্ষরিত পত্রে এ অর্জনের কথা জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা ওসমানী মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
মাগুরায় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ডিজিটাল মাল্টিমিডিয়া মনিটর, ডিজিটাল ঘণ্টা, কন্যা শিশুদের জন্য অত্যাধুনিক ভেন্ডিং মেশিন এর মাধ্যমে সেনেটারি ন্যাপকিন প্রদান, প্রতি স্কুলে শুদ্ধ সুরে জাতীয় সংগীত ও সমাবেশ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন, আলোকিত আচরণ সংগ্রহশালা, স্বাস্থ্য কর্ণার স্থাপন, আজকের দিনের বিষয়বস্তু নির্ধারণ লেখা, প্রতিমাসে স্কুলভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ঘোষণা ও পুরস্কার প্রদানের আয়োজনসহ ২৮ দফা নির্দেশনা প্রদান ও বাস্তবায়ন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া তিনি জেলার সকল প্রধান শিক্ষককে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করেন বিশেষ সভা। অনলাইন মাধ্যমে সকল শিক্ষকের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করায় তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩” -এ জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা এর “কালেক্টরেট ছাদবাগান” সারাদেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেন, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ১১,০৯৪ বর্গফুট আয়তনের কালেক্টরেট ছাদবাগানে এখন পর্যন্ত রয়েছে ৪২২ প্রজাতির ৭০০ এর অধিক বৃক্ষের সমারোহ।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের এ অর্জন মাগুরাবাসীকে আরো গৌরবমন্ডিত করবে, এমনটাই প্রত্যাশা করেন মাগুরার আপামর সাধারণ মানুষ।
স্বাআলো/এস