প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮জুলাই) উপজেলার বীরগঞ্জ সরকারি কলেজ হতে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি বিজয় চপ্তরে গিয়ে বৈষম্যমূলক কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাধারন শিক্ষার্থীরা।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লাকার্ড, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শ্লোগান দিতে থাকেন।
কোটা আন্দোলন নিয়ে যা বললেন মেহজাবীন
আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আমাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কোটা সংস্কারের দাবি জানাচ্ছি সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করছি।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ছাত্ররা আমাদের ভবিষ্যত। তারাই আমাদের দেশের সম্পদ। আজকে যদি শিক্ষার্থীদের কিছু হয়ে যায়, তাহলে তাদের পরিবারই ভোগান্তীর শিকার হবে।
স্বাআলো/এস