Uncategorized

নড়াইলে বিশ্ব মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

| May 12, 2024

জেলা প্রতিনিধি ,নড়াইল: শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এ শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মা দিবস পালন উপলক্ষে নড়াইলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নড়াইল এর আয়োজনে সকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নড়াইলের জেলা কমান্ডার বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার মহিলা বিষয়ক অধিদপ্তর,নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, জাতীয় মহিলা সংস্থা,নড়াইলের চেয়ারম্যান নারীনেত্রী সালমা রহমান কবিতা, জেলা মহিলা ওয়ামীলীগের সহ-সভাপতি গুলশান আরা,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা(চ.দা ) ফাজিলাতুনেছা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মায়েরা, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick