আন্তর্জাতিক

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | June 12, 2025

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতাজনিত কারণে হিট ইনডেক্স (গরমের অনুভূতি) ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই চরম সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রাজধানী দিল্লিতে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে এবং তাদের পূর্বাভাস অনুযায়ী এই ভয়াবহ গরম আগামী ১৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

বুধবার (১১ জুন) দিল্লির বিভিন্ন স্থানে তাপমাত্রা ছিল আয়ানগরে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, পালামে ৪৪ দশমিক ৫, রিজে ৪৩ দশমিক ৬, পিতমপুরায় ৪৩ দশমিক ৫, লোদি রোডে ৪৩ দশমিক ৪, ময়ূর বিহারে ৪০ দশমিক ৯ এবং সফদরজংয়ে ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা যুক্ত হয়ে গরমের অনুভূতি বা হিট ইনডেক্স অত্যন্ত বিপজ্জনক স্তরে, ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যার ফলেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আইএমডি আরো জানিয়েছে, ১৩ জুনের পর উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি বা বজ্রপাত ঘটিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে।
বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

রেড অ্যালার্ট জারির অর্থ হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বিশেষ করে দুপুরের সময় ঘরের বাইরে না যাওয়া।

স্বাআলো/এস

Shadhin Alo