গাজায় ত্রাণবাহী আরো ১৭টি ট্রাক প্রবেশ করেছে। এর আগে শনিবার (২১ অক্টোবর) প্রথম দিন ত্রাণবাহী ২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছিলো।
মিশরীয় গণমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদপত্রে এ তথ্য জানানো হয়।
রবিবার (২২ অক্টোবর) ত্রাণবাহী ১৭টি ট্রাক গাজার উদ্দেশ্যে রাফাহ সীমান্ত পথ অতিক্রম করেছে।
ফিলিস্তিনে নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদে শোক
জাতিসংঘ অনুমান করেছে, গাজাবাসীদের চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।
গাজার অনেকেই দিনে একবেলা করে খাচ্ছেন। পর্যাপ্ত খাবার পানির তীব্র অভাবও রয়েছে সেখানে। গাজায় হামলা করার পাশাপাশি পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয় ইসরায়েল। চিকিৎসা ব্যবস্থায় আঘাত করা হয়। এই অবস্থায় আহত বিপুল সংখ্যক লোককে চিকিৎসা দেয়া গাজার হাসপাতালগুলোর জেনারেটরের জন্যও জরুরি জ্বালানির প্রয়োজন ছিলো।
ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে: সৌদি যুবরাজ
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সূত্রে জানা যায়, যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে ৫০০ ট্রাক প্রবেশ করতো।
স্বাআলো/এস