স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে চারদিন হয়ে গেলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বার্বাডোজ থেকে এখনো দেশে ফিরতে পারেনি ভারত দল। এদিকে বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নিতে, তাদের নিয়ে শিরোপা উদযাপনের উচ্ছ্বাসে মাততে অধীর অপেক্ষায় আছে গোটা দেশ। কবে ফিরবেন কোহলি-রোহিতরা?
বিশ্বকাপ জিতে রেকর্ডের বন্যা ভারতের
জানা গেছে, বুধবার (৩ জুলাই) দেশের উদ্দেশ্যে রওয়ানা দিবে ভারত দল। আর বৃহস্পতিবার (৪ জুলাই) মধ্যরাতে দিল্লিতে পৌঁছাবে। এরপর তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ শেষে ভারত দল মুম্বাইর উদ্দেশ্যে রওয়ানা দিবে। সেখানে ছাদখোলা বাসে হবে তাদের ট্রফি প্যারেড।
অবশ্য এর আগে গুঞ্জন চলছিলো কোন শহরে হবে ট্রফি প্যারেড সেটা নিয়ে। অনেকে বলছিলো দিল্লিতে হবে সেটা। কিন্তু আজ জানা গেলো, দিল্লি নয় মুম্বাইতে হবে রোহিত-কোহলিদের ট্রফি প্যারেড।
রোহিত-কোহলির পথ ধরে অবসরে জাদেজা
এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরো মাহেন্দ্র সিং ধোনির দলের ট্রফি প্যারেড হয়েছিলো মুম্বাইতে। সেবার তাদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে হাজার হাজার ভক্ত-সমর্থক ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসে হাজির হয়েছিলো মুম্বাইতে। এবারো নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না।
২০১১ সালে ভারত ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো। সেবার অবশ্য আইপিএলের কারণে ট্রফি প্যারেড হয়নি। কিন্তু ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতায় এবারো হচ্ছে প্যারেড।
স্বাআলো/এস