হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে।

এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুলিশে জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুশতাক আহমেদ।

জানা যায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেখা পুলিশের রিপোর্টে জানা যায়, আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মুশশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন।

এএফপি বলছে, অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব ও অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত...

নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলায় তৃতীয় শ্রেণির এক...

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে এক...

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর...