নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, নির্বাচিত হলে আমি আমার শ্রম ও মেধা দিয়ে যশোর সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তর করবো। সদর উপজেলা পরিষদ হবে তৃণমূলের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সেবা পৌছে দেয়ার মাধ্যম। বর্তমান সরকারের স্মার্ট দেশ গড়তে সদর উপজেলা পরিষদ তৃণমূলের মানুষকে সেই পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবো।
শনিবার (১ জুন) সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল এসব কথা বলেন।
যশোর সদরে চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা দ্বারে দ্বারে পৌছে যাবে: বিপুল
এরপর তিনি ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে পথসভা করেন।
পথসভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুলে আরো বলেন, আমাকে আপনারা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্য মতো আপনাদের পাশে ছিলাম। করোনাকালে আপনাদের সেবা করেছি। আগামী ৫ জুন দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের সেবা করবো।
এর আগে দোয়াত-কলমের প্রার্থী রামনগর ইউনিয়নের কাজীপুর দক্ষিণপাড়া গ্রামে একটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
পথসভায় যশোর জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুকুল ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস