যশোরে গ্রাম পুলিশের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলায় গ্রাম পুলিশের সহায়তায় বন্ধ হলো বাল্যবিয়ে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চাঁপাতলা গ্রামের আলী আকবরের মেয়ে নাসরিন খাতুন (১৩)। সে চাপাঁতলা আলিম মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। বুড়োর দোকান এলাকার রমজান জোয়ারদারের ছেলে খায়রুল জোয়ারদারের (২০) সাথে বিয়ের আয়োজন করে পরিবার। মঙ্গলবার রাত ৯টার দিকে ছেলের বাড়িতে বাল্যবিয়ের তথ্য শুনে যশোর জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও অভয়নগর থানার গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এ সময় বাল্যবিয়ে রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে অবহিত করে।

যশোরে সাকিবকে হত্যার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

গ্রাম পুলিশের জেলা সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও থানা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৭ম শ্রেণিতে পড়ুয়া নাসরিনের সাথে খায়রুলের বিয়ে হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই ছেলের বয়স ঠিক থাকলেও মেয়ের বয়স হয়নি। উক্ত বিষয়ে আমরা উপজেলা প্রসাশন ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি তারা পদক্ষেপ গ্রহণ করবেন।

মহাকাল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদূর ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড স্যার ব্যাস্ত থাকায় আমাকে পাঠিয়েছে। এখানে এসে দেখি বাল্যবিয়ে হচ্ছিলো কিন্তুু সেটা বন্ধ করে দেয়া হয়েছে। তাদের অভিভাবকদেরকে অবগত করা হয়েছে একই সাথে প্রেমবাগ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের জানানো হয়েছে। ছেলের বয়স হলেও মেয়ের বয়স হয়নি যার কারনে দুইটি ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মুচলেকা নিয়েছি। পাঁচ বছরের মধ্যে মেয়ের বিয়ে না দেয়ার জন্য অভিভাবককে নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কাজ করলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...