জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গুনেস বলেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ ফিলিস্তিনের আন্দোলনকে সমর্থন করেন। খবর আলজাজিরা
জাতিসংঘের সাবেক কর্মকর্তা আরো বলেন, জাতিসংঘ ইসরায়েলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই যুক্তিসঙ্গত।
ইসরায়েলের ‘ভুল উপস্থাপনে’ জাতিসংঘের মহাসচিব মর্মাহত
গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ কর্মকর্তা বলেন, ইসরায়েলের হামলায় গাজা চূর্ণবিচূর্ণ হওয়ায় ইউএনআরডব্লিউএর পক্ষে সামাল দেয়া কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ৩৫ জন কর্মী নিহত হয়েছেন। এ সংস্থাটি বর্তমানে প্রায় ছয় লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেয়া হয়েছে।
গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, জাতিসংঘের তীব্র নিন্দা
এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিলো, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর চটেছে ইসরায়েল।
স্বাআলো/এস