টাকা-পয়সা থাকলে শাকিব খানকে টার্গেট করতাম: লায়লা

বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও টিকটক বাংলাদেশে প্রায়শই আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এই প্ল্যাটফর্মের আলোচিত মুখ প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। বিচ্ছেদ, মামলা ও কারাবরণের পর আবারো এই জুটির ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসেছে এবং পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ করেছেন তারা।

লায়লার করা একটি মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান প্রিন্স মামুন। জামিনের পর তাদের সম্পর্ক সাময়িকভাবে স্বাভাবিক হলেও তা টেকেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার ঐশী ও প্রিন্স মামুনের অন্তরঙ্গ অবস্থার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের পুরনো বিবাদ নতুন করে শুরু হয়েছে। লায়লা দাবি করেছেন, মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতেও দেখা গেছে।

লায়লার গুরুতর অভিযোগ

রবিবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন লায়লা। সেখানে তিনি দাবি করেন, মানুষ সবসময় তাকে খারাপ চোখে দেখে, ভিলেন মনে করে। অথচ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আটকে রাখা যায় না। তিনি মামুনকে নেশা ও মদ খেতে বাধা দেন এবং মেয়েদের সঙ্গে ‘নষ্টামি’ করতে নিষেধ করেন। এই তিনটি কারণেই তাকে খারাপ বানানো হয় এবং ভবিষ্যতেও হবে। এমনকি ২০২৩ সালে এই তিন কারণে মামুন তাকে হত্যার উদ্দেশে হামলা করেছিলেন বলেও তার দাবি।

অন্তরঙ্গ ভিডিও ফাঁস! মামুন-লায়লার তুমুল বিবাদে ঐশী, মাদক ও প্রতিশোধের হুমকি

এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় আরও দাবি করেছেন, প্রিন্স মামুন তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করেছেন, কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি। এছাড়াও, মামুন তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। গাড়ি, বাড়ি কিনে দেয়ার জন্য মামুন তার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করেছেন। তিনি মামুনকে অন্ধের মতো ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন বলেও জানান।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লায়লা বলেছেন, তার কাছে টাকা থাকলে তিনি শাকিব খানকে টার্গেট করতেন, কোনো টিকটকার প্রিন্স মামুনকে টার্গেট করতেন না। তার মতে, মামুনের মতো ছেলেরা মহিলাদের টার্গেট করে। মামুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি বলেও মন্তব্য করেন তিনি। লায়লা দাবি করেছেন, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন।

প্রিন্স মামুনের পাল্টা দাবি

অন্যদিকে, প্রিন্স মামুন এক সাক্ষাৎকারে লায়লার অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে অসহায় দাবি করেছেন। তিনি বলেন, সত্যি বলতে আমি এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা।” বাচ্চা নষ্টের কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং এতোদিন এই অভিযোগ না করে এখন হঠাৎ কেন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মামুন।

লায়লার ধর্ষণ মামলায় কারাগারে প্রিন্স মামুন

মামুনের দাবি, লায়লা টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজপত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছেন এবং দিনের পর দিন তাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন। তিনি আরও বলেন, লায়লা একজন মহিলা হিসেবে তার সুবিধা নিচ্ছেন। বারবার মামলার হুমকি দিয়ে তার শারীরিক চাহিদা মেটাতেন এবং ফাঁসানোর জন্য আত্মহত্যার হুমকিও দিতেন।

প্রিন্স মামুন অভিযোগ করেন, লায়লা তাকে ব্যবহার করতেন এবং তার কথা মতো চলার জন্য আইনি রাস্তাসহ সব ধরনের চাপ সৃষ্টি করতেন। তিনি নিজেকে খুব অসহায় বলেও উল্লেখ করেন।
দুই টিকটকারের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের ব্যক্তিগত জীবনের নাটকীয়তা ও দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাআলো/এস