ছেলের জন্য ওষুধ কিনতে যাওয়া মায়ের মরদেহ মিললো অজগরের পেটে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইন্দোনেশিয়ায় সাপের পেটে মিললো নারীর মরদেহ। সাপটি ওই নারীকে পুরো গিলে ফেলেছিলো। পরে সাপের পেট কেটে মরদেহ বের করা হয়। অঞ্চলটিতে এক মাসের মধ্যে এ নিয়ে দুইটি অজগর হত্যার ঘটনা ঘটলো।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (৩ জুলাই) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নারীর মরদেহ মিললো অজগরের পেটে

গণমাধ্যমটি জানিয়েছে, সিরিয়াতি (৩৬) নামের ওই নারী স্থানীয় সময় মঙ্গলবার (২ জুলাই) সকালে তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকায় আত্মীয়রা পুলিশকে অনুসন্ধান করতে অনুরোধ জানায়।

স্থানীয় পুলিশ প্রধান ইদুল জানান, সিরিয়াতির স্বামী আদিয়ানসা (৩০) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে নিজ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা ও প্যান্ট খুঁজে পান। এর কিছু পথ দূরে তিনি একটি অজগর দেখতে পান। সাপটি তখনো জীবিত ছিলো। অজগরটির পেট ‘খুব বড়’ দেখতে পেয়ে আদিয়ানসার সন্দেহ জাগে। তিনি সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীকে ডাকেন।

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪০

পরে সাপটির পেটে সিরিয়াতির দেহ দেখা যায় বলে জানান গ্রাম সচিব আইয়াং।

এএফপির তথ্য অনুসারে, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজনকে অজগর খেয়ে ফেলার ঘটনা ঘটেছে।দক্ষিণ সুলাওয়েসির অন্য এক জেলায় গত মাসে একটি গোলবাহার জাতের অজগরের পেটে এক নারীর মরদেহ পাওয়া গিয়েছিলো। এর আগে গত বছর একটি আট মিটার দৈর্ঘের অজগরকে হত্যা করা হয়। সেই সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিলো।

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৮

দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ২০১৮ সালে এমন আরেকটি ঘটনা ঘটে। তখন ৫৪ বছর বয়সী এক নারীর মরদেহ সাত মিটার দৈর্ঘের একটি অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলো। তার এক বছর আগে পশ্চিম সুলাওয়েসির একটি পামবাগানে চার মিটার দৈর্ঘের একটি অজগর এক কৃষকে গিলে ফেলেছিলো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...