মণিরামপুরে হিজড়ার গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে মঙ্গলী খাতুন পলি (৩২) নামে হাত পা বাধা অবস্থায় এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) উপজেলার মাছনা মোল্লাপাড়া খানপুর ইউনিয়নের মাছনার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মঙ্গলী খাতুন পলি মণিরামপুর মাছনা গাজিপাড়া এলাকার মৃত আব্দুল খালেক গাজীর মেয়ে।

যশোরে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

নিহতের প্রতিবেশী মাসুরা খাতুন বলেন, প্রতিদিনের মতো তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলি বাইরের কাজ কাম সেরে বাড়িতে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ খবর না পেয়ে সন্ধ্যা ৭টার আমি তার গেটের কাছাকাছি গিয়ে তাকে ডাকা-ডাকি করি। কিন্তু ভিতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে বলি। পরে আশেপাশের লোকজন ও এসে তাকে ডাকাডাকি করে এবং গেটে ধাক্কাধাক্কি করে। তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরের ভিতর থেকে মঙ্গলী খাতুন পলির লাশটি উদ্ধার করেন।

যশোরসহ যেসব এলাকায় ৬০ কি.মি বেগে ঝড় হতে পারে

বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গলী খাতুন পলি নামে ওই হিজড়ার লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে এই নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খুঁজতে যশোর পুলিশের কয়েকটি টিম তদন্ত চালাছে।

ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের...

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...